
ছবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
যুদ্ধ-সংঘাত ও নিষেধাজ্ঞা পরিহার করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবাধিকার রক্ষার বিষয়টি যাতে উন্নয়নশীল দেশের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টিতে ব্যবহৃত না হয়, এমন কথাও বলেন তিনি।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ভাষণে প্রধানমন্ত্রী
এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ফিলিস্তিনের জনগণের অধিকার আদায়ে বাংলাদেশ সবসময় পাশে থাকবে। বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি বিশ্বনেতাদের নজর দেয়ার আহ্বান জানান তিনি।
এসময় বৈশ্বিক নানা সংকটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতিতেও পড়ছে তার প্রভাব। নানা সংকট থাকা সত্ত্বেও বাংলাদেশের এগিয়ে যাচ্ছে।
বৈশ্বিক সন্ত্রাসবাদ নিয়ে বাংলাদেশ চিন্তিত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীল।
এটিএম/
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply