Site icon Jamuna Television

নিষেধাজ্ঞায় পড়া ব্যক্তিদের সংখ্যা খুব বেশি নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মার্কিন ভিসানীতির আওতায় যারা পড়বেন, তাদের সংখ্যা খুব বেশি নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বলেন, মার্কিন এই নিষেধাজ্ঞা নিয়ে মোটেই চিন্তিত নন তিনি। এসব বিষয় নিয়ে বিএনপি চাপে আছে। আমাদের হারানোর কিছু নেই।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, কোনো সরকারি কর্মকর্তা নিষেধাজ্ঞার আওতায় পড়লে, তা যদি তার কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা তৈরি করে, তবে মার্কিন প্রশাসনের সাথে সে বিষয়ে আলোচনা করা হবে।

যে কয়জনের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে সেটাও যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা করে, সঠিক তথ্য উপাত্তের ভিত্তিতে মার্কিন প্রশাসন করবে বলে আশাবাদ প্রকাশ করেন শাহরিয়ার আলম।

তিনি আরও বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলো অতীতে যেভাবে বাংলাদেশে নির্বাচনের আগে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছে, ভিসানীতি ঘোষণার পর তাদেরও কিছুটা কৌশলগত পরিবর্তন দেখা যাচ্ছে।

এটিএম/

Exit mobile version