Site icon Jamuna Television

ভোলায় ৫ কো‌টি টাকার কারেন্ট জাল জব্দ

ভোলা করেসপন্ডেন্ট:

ভোলায় ১৫ লাখ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য ৫ কো‌টি ২৮ লাখ ৫০ হাজার টাকা। গতকাল শুক্রবার (২২ সেপ্টেম্বর) দিনব্যাপী কোস্টগা‌র্ডের অভিযানে এসব জাল জব্দ করা হয়।

কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞ‌প্তিতে এই তথ্য জানানো হয়। বলা হয়, ভোলা সদর উপজেলার ভাংতির খাল এলাকায় বিশেষ অ‌ভিযান চা‌লিয়ে ২২টি ফি‌শিং‌বোর্ডে তল্লাশি করেন তারা। সে সময় এসব অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। কারেন্ট জালের সাথে জ‌ড়িতরা কোস্টগার্ডের উপ‌স্থি‌তি টের পেয়ে পা‌লিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়‌নি। জব্দকৃত কারেন্ট জাল পরবর্তীতে আগুনে পু‌ড়িয়ে বিনষ্ট করা হয়।

/এমএইচ/এমএন

Exit mobile version