Site icon Jamuna Television

ভারতের চন্দ্র অভিযানে শঙ্কা

সংকেত মিলছে না চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ইতিহাস সৃষ্টি করা ভারতের চন্দ্রযান-থ্রি’র ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানের। শুক্রবার (২২ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। খবর রয়টার্সের।

এক্সের (সাবেক টুইটার) পোস্টে সংস্থাটি জানায়, ল্যান্ডার দুইটির সাথে যোগাযোগ স্থাপনের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা। কিন্তু কোনো সংকেত মিলছে না। অবতরণের পর দুই সপ্তাহ ধরে চাঁদের ছবি ও বিভিন্ন তথ্য সংগ্রহ করেছিল বিক্রম ও প্রজ্ঞান। তবে চন্দ্রপৃষ্ঠে রাত নেমে আসায় সেগুলোকে রাখা হয় ‘স্লিপ মোডে’।

ইসরো ধারণা করছিল, চন্দ্র দিবস শুরুর পর ব্যাটারি রিচার্জ হয়ে মডিউলগুলো পুনরায় সক্রিয় হবে। তবে শুক্রবার চন্দ্র দিবস শুরুর পরও মিলছে না কোনো সংকেত। চন্দ্ররাতের প্রচণ্ড ঠান্ডায় ল্যান্ডারের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বিজ্ঞানীরা। গত ২৩ আগস্ট রোভার প্রজ্ঞানকে নিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম।

/এমএন

Exit mobile version