Site icon Jamuna Television

ইরানের পরমাণু কর্মসূচির জেরে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে: ব্লিনকেন

ছবি: সংগৃহীত।

ইরানের ক্রমবর্ধমান পরমাণু কর্মসূচি আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। শুক্রবার ( ২২ সেপ্টেম্বর) জাতিসংঘের অধিবেশনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের ক্রমবর্ধমান পারমাণু কর্মসূচি পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে এবং নিরাপত্তা হুমকির মুখে ফেলছে। তেহরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ হতে না পারে, সে বিষয়ে ওয়াশিংটন দৃঢ় অবস্থানে রয়েছে।

ইরানের নাটাঞ্জ পারমাণবিক গবেষণা কেন্দ্র। ছবি: সংগৃহীত।

উদ্বেগ প্রকাশ করে ব্লিনকেন বলেন, আমরা বিশ্বাস করি এক্ষেত্রে একমাত্র কার্যকরী পন্থা কূটনীতি। ইরানকে আবারও পরমাণু চুক্তিতে ফেরাতে পরোক্ষভাবে চেষ্টা চালাচ্ছি আমরা এবং ইউরোপীয় মিত্ররা।

/এআই /এমএন

Exit mobile version