Site icon Jamuna Television

চট্টগ্রামে ট্রলি ব্যাগের ভেতর পাওয়া খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে ট্রলি ব্যাগে উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহতের নাম মো. হাসান, তিনি বাঁশখালীর বাসিন্দা।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে নগরীর ইপিজেড এলাকার আকমল আলী রোডের পকেট গেট খাল থেকে খণ্ডিত মরদেহের আরও কিছু অংশ উদ্ধার করে পুলিশ। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে শনাক্ত করা হয় নিহতের পরিচয়। ৩০ বছর নিখোঁজ থাকার পর বছরখানেক আগে ঘরে ফিরেন হাসান।

পুলিশ বলছে, জমিজমা নিয়ে পরিবারের সাথে তার বিরোধ চলছিল। এরই জেরে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে নিহতের স্ত্রী ও এক সন্তানকে। পলাতক রয়েছে আরেক সন্তান। গত বৃহস্পতিবার রাতে একটি ঝোপের মধ্যে ট্রলি ব্যাগ থেকে মরদেহের ৮টি খণ্ডিত অংশ উদ্ধার করে পুলিশ।

/এমএন

Exit mobile version