Site icon Jamuna Television

মোস্তাফিজের দাপুটে বোলিংয়ে নিউজিল্যান্ডকে চেপে ধরেছে টাইগাররা

ছবি: সংগৃহীত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। টস জিতে ব্যাটিংয়ে নেমে মোস্তাফিজুর রহমানের বোলিং তোপে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে সফরকারী নিউজিল্যান্ড। দুই ওপেনার ফিন অ্যালেন ও উইল ইয়াংকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন কাটার মাস্টার।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড দলের অধিনায়ক লকি ফার্গুসন। শুরু থেকেই কিউই ওপেনারদের চেপে ধরেন মোস্তাফিজুর রহমান এবং হাসান মাহমুদ। তৃতীয় ওভারে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। মোস্তাফিজের বাউন্স করা বলটি কাট করতে গিয়ে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ধরা পড়েন উইল ইয়াং। আট বল খেললেও রানের খাতা খোলার আগে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

মোস্তাফিজ এবং হাসানদের গোছানো বোলিংয়ের পরও রান তুলতে তাকে কিউইরা। ইনিংসের সপ্তম ওভারে নিজের দ্বিতীয় উইকেটের দেখা পান কাটার মাস্টার। অফসাইডের বাইরে করা মোস্তাফিজের বল ফ সাইডে খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল চলে যায় প্রথম স্লিপে। সেখানে লাফিয়ে উঠে ক্যাচটি দুর্দান্তভাবে লুফে নেন সৌম্য সরকার। ১৫ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন অ্যালেন।

অষ্টম ওভারে বল হাতে আসেন আজকের ম্যাচে অভিষেক হওয়া খালেদ আহমেদ। অভিষেক ওয়ানডে ম্যাচের প্রথম ওভারেই উইকেট তুলে নেন তিনি। তিন নম্বরে নামা কিউই ব্যাটার চ্যাড বোয়েসকে ফেরান খালেদ। পুল শট খেলতে গিয়ে স্কয়ার লেগে তার ক্যাচটি লুফে নেন তাওহিদ হৃদয়। ফেরার আগে ১৯ বলে ১৪ রান করেন বোয়েস। ৩৬ রানে টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারিয়ে ধুঁকছে কিউইরা।

/আরআইএম

Exit mobile version