Site icon Jamuna Television

বাউল শাহ আব্দুল করিমের ৯ম মৃত্যুবার্ষিকী আজ

নানা আয়োজনে পালিত হচ্ছে বাউল শাহ আব্দুল করিমের ৯ম মৃত্যুবার্ষিকী। দিনটি স্মরণে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপি অনুষ্ঠান। এছাড়া জন্মস্থান উজানধল গ্রামেও স্মরণ করা হচ্ছে তাকে।

১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি উজাল ধল গ্রামে জন্ম গ্রহণ করেন শাহ আব্দুল করিম। গণসঙ্গীত, ভাটিয়ালী, বাউল গানসহ প্রায় আড়াই হাজার গানের মধ্য দিয়ে মানুষের মন জয় করেন এই কিংবদন্তি।

গানে অসামান্য অবদানের কারণে ২০০১ সালে একুশে পদক লাভ করেন তিনি। ২০০০সালে দ্রোহী কথা-সাহিত্যেক আব্দুর রউফ চৌধুরী অ্যাওয়ার্ডসহ অসংখ্য সম্মানে ভূষিত হয়েছেন তিনি। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর ৯৪ বছর বয়সে সিলেটে মারা যান মরমী এই সাধক।

Exit mobile version