Site icon Jamuna Television

ভিসানীতি আমেরিকার নিজস্ব ব্যাপার: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

সাতক্ষীরা প্রতিনিধি:

যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে ভিসানীতি প্রয়োগ হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কাকে ভিসা দেবে, সেটা তাদের নিজস্ব ব্যাপার।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা দেড়টায় সাতক্ষীরা পুলিশ লাইন্সে ইনডোর প্লে গ্রাউন্ড উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা নির্বাচনকে প্রভাবিত করবে, ভণ্ডুল বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে, তাদের ওপর ভিসা নীতি প্রয়োগ হবে।

দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, কোনো দেশের উন্নয়ন দেখতে হলে বাংলাদেশ ঘুরে আসুন। কোনো নেতা দেখতে চাইলে শেখ হাসিনাকে দেখে আসুন।

জাতীয় নির্বাচনকে ঘিরে শঙ্কিত হওয়ার কিছু নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, আনন্দঘন পরিবেশেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় অনুষ্ঠানে খুলনা রেঞ্জের ডিআইজি গোলাম মঈন উদ্দীন, সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ূন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জমানসহ পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তাসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

এটিএম/

Exit mobile version