Site icon Jamuna Television

চকরিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় ৩ জনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে প্রাণ গ্রুপের কাভার্ড ভ্যানের চাপায় ৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৪ জন।

আজ বুধবার সকালে কক্সবাজারের চকরিয়ার হারবাং এলাকায় প্রাণ গ্রুপের কাভার্ড ভ্যান একটি ইজিবাইককে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন, চকরিয়ার হারবাং মুসলিমপাড়ার আব্দুস সাত্তারের ছেলে তাজ উদ্দিন (৩২), পেকুয়ার রাজাখালী এলাকার রফিক আহমদের ছেলে মো. ইউনূছ (৩৭)। অপরজনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান , চট্টগ্রাম থেকে কক্সবাজার মুখি প্রাণ আরএফএল এর কাভার্ড ভ্যান হারবাং এলাকায় একটি ব্যাটারি চালিত ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যায়। আহত ৪ জনকে চকরিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই ঘটনায় কাভার্ড ভ্যানটি আটক করা হয়। তবে ড্রাইভার ও হেলপার পলাতক।

Exit mobile version