Site icon Jamuna Television

কুমিল্লায় বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লায় বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার দক্ষিণ শ্রীবল্লভপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতার নাম মেহেদী হাসান। তিনি নগরীর ২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। একই এলাকার খোকন মিয়ার ছেলে তিনি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছে ৬ হাজার ২০০ পিস ইয়াবা, দুই কেজি গাঁজা ও নগদ অর্থসহ একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক মামলাসহ ৭টি মামলা রয়েছে। পরে তাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়।

/এনকে

Exit mobile version