Site icon Jamuna Television

এ কোন অ্যামি জ্যাকসন?

ছবি: সংগৃহীত।

‘মিস টিন ওয়ার্ল্ড’ জয়ী অভিনেত্রী অ্যামি জ্যাকসনের চেহারার বদল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা। সার্জারির মাধ্যমে নিজের নতুন লুক নিয়ে ভক্ত অনুরাগীদের হাসির খোরাক হলেন দক্ষিণী সিনেমার এই তারকা।

এর আগে গুগল ২০২০ সালে ভারতের ‘ন্যাশনাল ক্রাশ’ হিসেবে নির্বাচন করে রূপ-সৌন্দর্যে অনন্য ব্রিটিশ বংশোদ্ভূত অ্যামিকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ফ্যাশন শুটের ছবি পোস্ট করেন অ্যামি। তীক্ষ্ণ গাল, চিবুক, চওড়া কপাল অ্যামিকে যেন চেনাই যাচ্ছে না। তার নতুন লুক মোটেও পছন্দ করছেন না ভক্তরা। ইনস্টাগ্রামে ছবিগুলো প্রকাশের পরপরই মন্তব্যের বন্যা বয়ে গেছে।

ছবি: সংগৃহীত।

অ্যামির এই নতুন লুক নিয়ে রীতিমতো মজায় মেতেছেন অনেকে। ভক্তদের অনেকেই তার এই নতুন লুকের সঙ্গে মিল পেয়েছেন ‘ওপেনহাইমার’ কিংবা ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত হলিউড অভিনেতা কিলিয়ান মার্ফির সঙ্গে।

ছবি: সংগৃহীত।

মজা করে একজন লিখেছেন, অ্যামি জ্যাকসনের প্রোফাইলে কিলিয়ান মার্ফি কেনো! আরেকজন লিখেছেন, লাল পোশাকে টমি শেলবিকে বেশ ভালোই দেখতে লাগছে।

/এআই

Exit mobile version