Site icon Jamuna Television

বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করলো আইসিসি

ভারতে অনুষ্ঠিতব্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি এই তথ্য নিশ্চিত করেছে। এই আসরে মোট প্রাইজমানি এক কোটি ডলার।

আইসিসি জানিয়েছে, এবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পাবে ৪০ লাখ ডলার। রানার্সআপ দলের জন্য থাকছে ২০ লাখ ডলারের অর্থ পুরস্কার। সেমিফাইনাল থেকে বিদায় নেয়া দুই দল পাবে আট লাখ ডলার করে।

এবারের বিশ্বকাপেও অংশগ্রহণ করা প্রতিটি দলের জন্যই থাকছে অর্থ পুরস্কারের নিশ্চয়তা। গ্রুপ পর্ব থেকে বাদ পড়া ৬ দলের প্রত্যেকে পাবে এক লাখ মার্কিন ডলার করে। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচের জয়ী দল পাবে ৪০ হাজার মার্কিন ডলার করে।

আগামী ৫ অক্টোবর শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের লড়াই। খেলাগুলো হবে ভারতের ১০টি শহরে। গ্রুপ পর্বে রাউন্ড রবিন ফরম্যাটে ১০ দলের প্রত্যেকেই একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হবে। পয়েন্ট তালিকার প্রথম চারটি দল শেষ চারের টিকিট পাবে। গ্রুপ পর্বের ৪৫টি ম্যাচ, দু’টি সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে বিশ্বকাপে অনুষ্ঠিত হবে ৪৮টি ম্যাচ।

/এনকে/আরআইএম

Exit mobile version