Site icon Jamuna Television

বিশ্বকাপের আগে ভিসা জটিলতায় পাকিস্তান; বাতিল দুবাই সফর

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ উপলক্ষ্যে এখনও ভারতের ভিসা না পাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে পাকিস্তান শিবিরে। ফলে নির্ধারিত পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)।

এশিয়া কাপে ব্যর্থতার পর পুরো দলের মনোবল বাড়াতে দু’দিনের জন্য দুবাই সফরের ব্যবস্থা করে বোর্ড। সেখান থেকেই ভারতের বিমান ধরার কথা ছিল বাবর আজমের দলের। তবে ভিসা জটিলতার কারণে আলোর মুখ দেখছে না এই পরিকল্পনার। ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট দল এখনও তাদের ভারত যাত্রার ভিসা হাতে পায়নি। এ কারণে তাদের দুবাইয়ে সময় কাটানোর পরিকল্পনা বাতিল করতে হয়েছে।

শেষ পর্যন্ত পাকিস্তান দল কবে নাগাদ ভারত পৌঁছাবে তা নিয়ে স্পষ্ট কিছু বলতে পারছে না ম্যানেজমেন্ট। তবে পিসিবি আশা করছে আগামী বৃহস্পতিবার ভারতে পৌঁছাতে পারবে দল।

আগামী ৫ অক্টোবর ভারতে পর্দা উঠবে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের। এর আগে বাবর-আফ্রিদের দু’টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা। হায়দরাবাদে ২৯ সেপ্টেম্বর প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের। এরপর ৩ অক্টোবর দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

/আরআইএম

Exit mobile version