Site icon Jamuna Television

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণহানি আরও ১৪

ডেঙ্গুজ্বরে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে আরও ১৪ জনের। চলতি বছর প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৮৯৩ জনে। সেপ্টেম্বরেই মারা গেছেন ৩০০ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জন রাজধানী ঢাকায়, বাকি ৮ জন ঢাকার বাইরে। এ সময় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২ হাজার ৮৬৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেলো দিন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২ হাজার ৩৫০ জন। রাজধানীতে মৃতের হার এখন শূন্য দশমিক আট শতাংশ।

সবশেষ হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৮৬৫ জনের মধ্যে ঢাকায় ৮১৪ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ২ হাজার ৫১ জন। এ বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৪ হাজার ৭১৭ জনে।

এটিএম/

Exit mobile version