Site icon Jamuna Television

সেলফি ঘুরে গেছে, নিষেধাজ্ঞা শুরু হয়েছে: মান্না

ছবি: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না

বাইডেন নিজে সেলফি তুলেছে সেই সেলফি এখন ঘুরে গেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বলেছেন, আমেরিকা এখন সরকারের লোকজনের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেয়া শুরু করেছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত গণতন্ত্র মঞ্চের পদযাত্রা পূর্ব সমাবেশে এসব কথা বলেন মান্না।

এ সময় তিনি বলেন, সরকার উন্নয়নের কথা বলে মিথ্যাচার করছে, অথচ মানুষ ভাতে, পানিতে, এমনকি মশার কামড়েও মারা যাচ্ছে।

সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, ভোট ডাকাতি করে আর ক্ষমতায় থাকা যাবে না। সেলফি ছড়িয়ে কাজ হবে না, নিষেধাজ্ঞা শুরু হয়ে গেছে বলেও মন্তব্য করেন জোনায়েদ সাকি।

এটিএম/

Exit mobile version