Site icon Jamuna Television

৩ ঘণ্টার মধ্যেই গুজবের রহস্য উদঘাটন করা হবে: তারানা হালিম

গুজব শনাক্তকরণ ও নিরসন কেন্দ্র সেলের কার্যক্রম এ মাসেই শুরু হবে বলে জানিয়েছেন তথ্যপ্রতিমন্ত্রী তারানা হালিম। দুপুরে সচিবালয়ে তিনি একথা বলেন।

এসময় সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ সরকারের উদ্দেশ্য নয় জানিয়ে তারানা হালিম বলেন, কোন গুজব সনাক্ত হলে তিন ঘণ্টার মধ্যে প্রেসনোটের মাধ্যমে তা গণমাধ্যমকে জানিয়ে দেয়া হবে। বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহারের অনুরোধ জানান তথ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করলে দেশের টাকা দেশে থাকবে।

Exit mobile version