Site icon Jamuna Television

টানা ৬ জয়ে শীর্ষস্থান আরও পোক্ত করলো ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ৬ ম্যাচে জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে তারা ২-০ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্টকে। এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরো পোক্ত হলো সিটির। টেবিলের দ্বিতীয় দল টটেমহ্যামের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৫ পয়েন্ট এগিয়ে গেলো গার্দিওলার দল।

ইতিহাদ স্টেডিয়ামে সফরকারীদের বিপক্ষে খেলতে ম্যাচের ৭ম মিনিটেই পেনাল্টি এরিয়া থেকে বাম পায়ের শটে সিটিকে এগিয়ে দেন ফিল ফোডেন। ১৪ তম মিনিটে ম্যাথু হানসের ক্রস থেকে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন আর্লিং হালান্ড। প্রথমার্ধের বাকি সময়ে কয়েক দফা আক্রমণ করেও সফলতা পাননি আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। ফলে ২-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই উগ্র আচরণের অপরাধে সিটির খেলোয়াড় রদ্রিকে লালকার্ড দেখান রেফারি। ১০ জনের সিটির বিপক্ষে এরপরই আক্রমণাত্মক হয়ে উঠে নটিংহ্যামের ফুটবলাররা। গোলপোস্টে কয়েক দফা আক্রমণ করেও গোলের দেখা পায়নি তারা।

এবারের মৌসুমে ৬ ম্যাচ খেলে ৬টিতেই জয় পেয়েছে পেপ গার্দিওলার দল। ১৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। অপরদিকে ৬ ম্যাচ খেলে নটিংহ্যামের জয় ২টিতে, হার ৩টিতে, ড্র করেছে ১টি ম্যাচ। ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম অবস্থানে রয়েছে তারা।

এনকে

Exit mobile version