Site icon Jamuna Television

জামিন নামঞ্জুর, রাগীব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ

ভূমি আত্মসাৎ ও স্মারক জালিয়াতির মামলায় বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোস্তাইন বিল্লাহ এ নির্দেশ প্রদান করেন।

তারাপুর চা বাগানের বন্দোবস্ত নিয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় গেলবছর রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে ১৪ বছরের সাজা দেন মুখ্য মহানগর। রায়ের বিরুদ্ধে আপিল করেন রাগীব আলী। শুনানি শেষে গত ৯ আগস্ট সাজা বহাল রাখেন বিশেষ দায়রা জজ আদালত। সেই সাথে উচ্চ জামিনে থাকা রাগীব আলী ও তার ছেলেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়। নির্ধারিত সময়ের পাঁচ দিন আগেই সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন চান রাগীব আলী। বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Exit mobile version