Site icon Jamuna Television

সেল্টার বিপক্ষে পিছিয়ে পড়েও জয় পেলো বার্সা

লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। শেষ নয় মিনিটের ঝড়েই সেল্টাকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে কাতালানরা।

ক্যাম্প ন্যু-তে শুরু থেকেই চোখ রাঙাচ্ছিল সেল্টা। ম্যাচের ১৯ মিনিটে বার্সার রক্ষণভাগের ভুলে লারসনের গোলে এগিয়ে যায় সেল্টা। ২৪ মিনিটের মাথায় গোল শোধের দারুণ সুযোগ পেয়েও ব্যর্থ হন বার্সার ফেলিক্স। এরমধ্যে ৭৬ মিনিটে দ্বিতীয় গোল খেয়ে বসে জাভির দল।

মিনিট পাঁচেক পরেই লেভানদোভস্কির গোলে ব্যবধান কমায় বার্সেলোনা। ফেলিক্সের ফ্লিক করা বলে আলতো টোকা দিয়ে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে পাঠান লেভানদোভস্কি। তিন মিনিট পরেই ফের গোল করে বার্সেলোনাকে সমতায় ফেরান লেভা। জোরালো শটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন এই পোলিশ স্ট্রাইকার। ম্যাচের শেষ দিকে কান্সেলোর গোলেই জয় নিশ্চিত হয় কাতালানদের। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এখন এক নম্বরে জাভির দল।

/এমএন

Exit mobile version