Site icon Jamuna Television

পশ্চিমারা মিথ্যার সাম্রাজ্য গড়ে তুলছে: জাতিসংঘে ল্যাভরভ

মিথ্যার সাম্রাজ্য গড়ে তুলছে পশ্চিমারা। ইউক্রেন যুদ্ধে জয়ের মাধ্যমে প্রতিষ্ঠা করতে চায় নব্য উপনিবেশবাদ। শনিবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে এসব অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। খবর রয়টার্সের।

চলতি সপ্তাহজুড়েই জাতিসংঘে রাখা বক্তব্যে ইউক্রেনের পক্ষে সমর্থন জানিয়েছেন বিশ্ব নেতারা। কোনঠাসা পরিস্থিতির মধ্যেই ল্যাভরভ বললেন, যুক্তরাষ্ট্রের কথার ফাঁদে পড়ছে পশ্চিমা দেশগুলো, দিনের পর দিন হচ্ছে প্রতারিত।

পশ্চিমা শক্তি মানবতাকে দ্বিধাবিভক্ত করছে অভিযোগ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন প্রশাসনের ইঙ্গিতে যুদ্ধ-সংঘাত ছড়াচ্ছে। তাদের উদ্দেশ্যেই হলো নব্য উপনিবেশবাদ প্রতিষ্ঠা। এই মুহূর্তে কৃষ্ণ সাগরে শস্যচুক্তিতে ফেরত যাওয়ারও কোনো পরিকল্পনা নেই মস্কোর। সামরিক অভিযান বন্ধে ইউক্রেনীয় প্রেসিডেন্টের প্রস্তাবিত ১০ দফা প্রস্তাব এ সময় বয়কট করেন তিনি।

সের্গেই ল্যাভরভ বলেন, স্নায়ু যুদ্ধের পর যুক্তরাষ্ট্র আর ন্যাটো দেশগুলোর মধ্যে যৌথ সামরিক মহড়া বেড়েছে। রাশিয়াকে পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য করতেই এ কৌশল। তারা মস্কোর পরাজয় চায়। মার্কিন সরকার এবং তাদের অধীনস্ত পশ্চিমাদের কাজই হলো সংঘাতে উসকানি দেয়া। মানবতাকে ধ্বংস করার পাশাপাশি যা সামগ্রিক লক্ষ্য অর্জনে বাধা দেয়। পুরো বিশ্বকে নিজেদের ইশারায় নাচতে বাধ্য করছে তারা।

/এমএন

Exit mobile version