Site icon Jamuna Television

ব্রুনোর দুর্দান্ত গোলে ম্যানইউর স্বস্তির জয়

টানা তিন ম্যাচে হারার পর অবশেষে স্বস্তির জয় পেলো ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রুনো ফার্নান্দেসের দুর্দান্ত ভলিতে বার্নলির বিপক্ষে ১-০ গোলের জয় পয়েছে ওল্ড ট্রাফোর্ডের দলটি। এই জয়ে ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের আটে উঠে এসেছে টেন হাগের শিষ্যরা।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ম্যানইউ। তবে ছেড়ে কথা বলেনি বার্নালিও। চোখে চোখ রাঙ্গিয়ে বল দখলে এগিয়ে দারুণ জবাব দিচ্ছিল দলটি।

ম্যাচের ৯ মিনিটেই সাজানো আক্রমণে গোল করতে ব্যর্থ হন বার্নালির আমদৌনি। ১৭ মিনিটে আবারও আমদৌনির শট প্রতিহত হয় পোস্টে। ম্যাচের ২৫ মিনিটে কর্নার থেকে ম্যানইউ গোল পেলেও ভিএআর-এ বাতিল হয় সেটি।

তবে প্রথমার্ধের শেষ দিকে এসে দুর্দান্ত এক গোল করেন ইউনাইটেড অধিনায়ক ব্রুনো। প্রায় মাঝমাঠ থেকে ক্রস করেন জনি ইভানস। পেনাল্টি বক্সের মধ্যেই অবস্থান করা ব্রুনো বাতাসে ভেসে আসা বলটিকে দারুণ এক ভলিতে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধেও চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণের খেলা। তবে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কোনো দলই জালের দেখা পায়নি। তাই শেষ পর্যন্ত ফার্নান্দেজের দুর্দান্ত ওই গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য।

/এমএইচ/এমএন

Exit mobile version