Site icon Jamuna Television

‘বিএনপি অবিরাম দেশের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ করছে’

ওবায়দুল কাদের-ফাইল ছবি

বিএনপি অবিরাম দেশের বিরুদ্ধে জাতিসংঘের কাছে নালিশ করে আসছে, তবে সংবিধান বহির্ভূত কোনো চাপের কাছে মাথানত করবো না। এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে নগর ভবনে যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের বোর্ড সভায় তিনি এ কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই, তাই সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। এবং খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আদালতের উপর নির্ভর করছে বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, সড়ক পরিহবন আইন আগামী রোববার জাতীয় সংসদে উত্থাপন করা হবে। এবং স্টান্ডিং কমিটিতে উত্থাপনের পর অক্টোবরের পরবর্তী অধিবেশন পাশ হবে বলেও জানান তিনি।

Exit mobile version