Site icon Jamuna Television

দুর্যোগে বিপর্যস্ত মহারাষ্ট্র, প্লাবিত ১০ হাজার ঘরবাড়ি

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ভারতের মহারাষ্ট্র। এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে রাজ্য প্রশাসন। ১০ হাজারের বেশি ঘরবাড়ি-স্থাপনা প্লাবিত। খবর রয়টার্সের।

দেশটির জাতীয় আবহাওয়া অধিদফতর আগামী ২৪ ঘণ্টার জন্য রাজ্যটিতে জারি করেছে জরুরি ‘অরেঞ্জ অ্যালার্ট’। রয়েছে আরও বন্যা ও ভূমিধসের আশঙ্কা।

গতকাল শনিবার শুধু নাগপুরে ১০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুর্গত এলাকাগুলোয় আটকা পড়া চার শতাধিক বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে। সেই তালিকায় ছিল ৭০ স্কুল শিক্ষার্থী।

এরইমধ্যে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাবিস। নিহতদের প্রত্যেক পরিবারকে ৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

/এমএন

Exit mobile version