Site icon Jamuna Television

ইসরায়েলি আগ্রাসনে ফের উত্তপ্ত গাজা উপত্যকা

ইসরায়েলি আগ্রাসনে নতুনভাবে উত্তপ্ত অবরুদ্ধ গাজা উপত্যকা। শনিবার (২৩ সেপ্টেম্বর) ইহুদি সেনাবহরের ড্রোন হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ ফিলিস্তিনি। খবর আল জাজিরার।

ইসরায়েলের প্রশাসন বলছে, স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের ঘাঁটি লক্ষ্য করে চালানো হয় সামরিক অভিযান। এই সময়ে কাঁটাতারের কাছে বিক্ষোভরত সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে থেকে সেনাদের দিকে গুলি ছোঁড়া হচ্ছিল। তা প্রতিরোধেই পাল্টা এ অভিযান পরিচালনা করে ইসরায়েলি সেনারা।

এর আগে, গত ১৩ সেপ্টেম্বর গাজা থেকে ইসরায়েলে প্রবেশের চেকপয়েন্ট ‘বেইত হানুন’ বন্ধ করে দেন নেতানিয়াহু প্রশাসন। প্রতিদিনই এই রুটে সাড়ে ১৮ হাজার ফিলিস্তিনি আসা-যাওয়া করেন। সেটি পুনরায় খুলে দিতেই চলছে প্রতিবাদ। গত এক সপ্তাহে অঞ্চলটিতে প্রাণ হারিয়েছেন ছয় ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত শতাধিক।

/এআই/এমএন

Exit mobile version