Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে অভিবাসী সংকট: মেক্সিকো থেকে একদিনেই গেলো ৯ হাজার মানুষ

মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে কমছে না অভিবাসনপ্রার্থীদের ঢল। রিও ব্রাভো সীমান্তে জড়ো হয়ে তারা পার হচ্ছেন ঝুঁকিপূর্ণ কাঁটাতারের বেড়া। শুধু শনিবারই (২৩ সেপ্টেম্বর) সীমান্ত পেরিয়েছেন কমপক্ষে ৯ হাজার মানুষ। খবর রয়টার্সের।

পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। টহলে রয়েছে মেক্সিকার জাতীয় অভিবাসন বিষয়ক ইনস্টিটিউটের কর্মকর্তারা। এ পরিস্থিতিতে টেক্সাস সীমান্তে ৮০০ সেনা ও আড়াই হাজার সীমান্ত প্রহরী মোতায়েন করেছে বাইডেন প্রশাসন।

যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ বলছে, চলতি মাসেই প্রায় দেড় লাখ অভিবাসনপ্রত্যাশী প্রবেশে করেছে তাদের ভূখণ্ডে। গত মে মাসে অভিবাসনের চাপ কিছুটা কমলেও জুন থেকে তা আবার বেড়েছে।

/এমএন

Exit mobile version