Site icon Jamuna Television

‘খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদন আগেই করা আছে’

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদন আগেই করা আছে বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে উচ্চ আদালত প্রাঙ্গণে এ কথা বলেন তিনি। বিদেশে চিকিৎসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে, আইনমন্ত্রী আনিসুল হকের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা জানান বিএনপির আইন বিষয়ক সম্পাদক।

কায়সার কামাল বলেন, নতুন করে আবেদন চাওয়াটা অমানবিক। এটি খালেদা জিয়ার প্রতি উপহাস ও জাতির সাথে তামাশার শামিল।

প্রসঙ্গত, অসুস্থ অবস্থায় গত ৯ আগস্ট থেকে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া। দীর্ঘদিন ধরেই বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান জানিয়ে আসছে তার পরিবার ও দল।

/এমএন

Exit mobile version