Site icon Jamuna Television

যাদের পার্লামেন্টে হামলা হয়, তাদের গণতন্ত্র শেখানোর প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী

ছবি: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ । ফাইল ফটো

যারা দেশে দেশে গণতান্ত্রিক সরকার উৎখাত করে, যাদের পার্লামেন্টে হামলা হয় তাদের বাংলাদেশকে গণতন্ত্র শেখানোর প্রয়োজন নেই। এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের নির্বাচন পদ্ধতি বাংলাদেশই ঠিক করবে। ৭১ সালে পরাশক্তির রক্তচক্ষুর উপেক্ষা করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে সব হুমকি উপেক্ষা করে শেখ হাসিনা এগিয়ে যাবেন বলেও আশা করেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, আগামী নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানায় বাংলাদেশ। তবে কেউ না আসলেও কোনো সমস্যা হবে না।

এটিএম/

Exit mobile version