Site icon Jamuna Television

প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, নাটোর থেকে:

নাটোরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় আলাল হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহম্মদ মাইনুল হক এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আলাল হোসেন সদর উপজেলার জংলী মন্ডলপাড়া গ্রামের মৃত সাইবুল্লাহর ছেলে।

স্পেশাল পাবলিক প্রসিকিউটর সাহাজাহান কবির জানান, ২০০৮ সালের ৯ সেপ্টেম্বর নাটোর সদর উপজেলার জংলী মন্ডলপাড়া গ্রামের মোহম্মদ ইসলাম আলীর প্রতিবন্ধী শিশু কন্যা ইতি খাতুন বাড়ীর উঠানে খেলছিলো। এ সময় ইতিকে একা পেয়ে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে আলাল।

একপর্যায়ে ইতির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আলাল হোসেন পালিয়ে যায়। এঘটনায় ইতির বাবা মোহম্মদ ইসলাম আলী বাদী হয়ে আলাল হোসেনকে অভিযুক্ত করে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে মামলা তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ভ্রমর চন্দ্র ঘোষ অভিযুক্ত আলাল হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করেন। দীর্ঘদিন মামলার স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক অভিযুক্ত আলাল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। রায় ঘোষণার সময় আলাল হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

যমুনা অনলাইন:এফএম

Exit mobile version