Site icon Jamuna Television

সুনামগঞ্জে তিন সন্তানকে নিয়ে নারীর বিষপান

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে স্বামীর ওপর অভিমান করে দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বিষপান করেছেন যমুনা খাতুন নামের এক গৃহবধূ। বিষক্রিয়ায় তিন সন্তানের মৃত্যু হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলার জামালগঞ্জে এ ঘটনা ঘটে। নিহত শিশুদের নাম তানজিদ, সাকিবা ও সাহেদ।

স্বজনরা জানায়, গতরাত থেকে স্বামী জাহাঙ্গীরের সাথে ঝগড়া চলছিল যমুনা খাতুনের। এর জের ধরে তিন সন্তানকে নিয়ে বিষপান করেন যমুনা। পরে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন। যমুনা খাতুনের অবস্থাও আশঙ্কাজনক। তাকে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে।

এটিএম/

Exit mobile version