Site icon Jamuna Television

চীনে বাড়ছে অবিবাহিতদের সংখ্যা: জরিপ

চীনে বাড়ছে ব্যাচেলর বা অবিবাহিতদের সংখ্যা। গেলো এক দশকে আশঙ্কাজনক হারে কমেছে বিবাহ বন্ধনে অবদ্ধ হওয়ার নজির। খবর রয়টার্সের।

শনিবার (২৩ সেপ্টেম্বর) ছিল ‘ওয়ার্ল্ড সিঙ্গেল ডে’। সে উপলক্ষ্যেই চীনে প্রকাশিত হয় একটি জরিপ। যাতে দেখানো হয়, গেল বছর ৬৮ লাখ নাগরিক বিয়ে করেছেন। যে সংখ্যাটি দশ বছর আগেও ছিল এক কোটি ৩৫ লাখের বেশি। বিয়ে করার প্রবণতা কমার পেছনে বেশকিছু কারণও চিহ্নিত করা হয়েছে। যার অন্যতম, অভিভাবকদের দাম্পত্য কলহ, বেকারত্ব এবং অর্থাভাব।

উল্টো দিকে বিবাহিতদের মধ্যে বাড়ছে বিচ্ছেদের হার। বিয়ে বিমুখ হওয়ায়, একইসাথে কমছে সন্তান জন্মদানও। ৬০’র দশকের পর প্রথমবার ২০২২ সালে দেশটিতে মৃত্যুহারের তুলনায় কম ছিল জন্মহার।

এটিএম/

Exit mobile version