Site icon Jamuna Television

খাগড়াছড়িতে খালের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির গুইমারায় তৈমাতাই খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দুজনই সহোদর। রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গুইমারা ইউনিয়নে কেমেরুং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশুরা হলো গুইমারা ইউপির ৯নং ওয়ার্ড ক্যামরুম পাড়ার নজ মোহন ত্রিপুরার মেয়ে অপু বিশ্বাস ত্রিপুরা (০৭) ও ছেলে চনে রঞ্জণ ত্রিপুরা (০৫)।

স্বজনরা জানায়, প্রতিদিনের মতো পরিবারের লোকজন সারাদিন কাজে ছিল। বিকেলে বাসায় এসে বাচ্চাদের না দেখে খুঁজাখুঁজি শুরু করেন। পরে কোথাও না পেয়ে তৈমাতাই খালে গিয়ে প্রথমে মেয়েকে দেখতে পান। এরপর আরেকটু সামনে গিয়ে ছেলেকেও খালে অচেতন অবস্থায় দেখতে পান তারা।

পরে স্থানীয়দের সাহায্যে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই সহোদরকে মৃত ঘোষণা করেন।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কর দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এটিএম/

Exit mobile version