Site icon Jamuna Television

জসিম মণ্ডলের প্রতি শেষ শ্রদ্ধা

প্রগতিশীল রাজনীতিবিদ জসিম উদ্দীন মণ্ডলের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ নেয়া হলে সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বৃটিশবিরোধী আন্দোলন, মুক্তিযুদ্ধ, শ্রমিক আন্দোলন এবং কমিউনিস্ট আন্দোলনে যুক্ত ছিলেন এই বিপ্লবী। শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্ট জনেরা বলেন, জসিম উদ্দীন মণ্ডল জনদরদী মানুষ হিসেবে বাংলাদেশের সমাজ প্রগতির অব্যাহত কর্মকাণ্ডে ভূমিকা রেখে গেছেন। প্রগতিশীল আন্দোলন-সংগ্রামে বিশেষ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন বলেও মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তারা বলেন, প্রগতিশীল এই রাজনীতিক, জীবনভর নিজের রাজনৈতিক দর্শন থেকে এতটুকু সরেননি। কাজ করেছেন মেহনতি কৃষক-শ্রমিক জনতার জন্য।

Exit mobile version