Site icon Jamuna Television

বাড়ানো হলো ডলারের দাম

রেমিট্যান্স, রপ্তানি আয় এবং আমদানি পরিশোধের জন্য মার্কিন ডলারের হার পঞ্চাশ পয়সা বাড়ানো হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন-বাফেদা এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ-এবিবি’র ভার্চুয়াল বৈঠকে এই হার বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। আজ সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

এখন থেকে রেমিট্যান্সের প্রতি ডলারের বিপরীতে প্রবাসীরা পাবেন সর্বোচ্চ ১১০ টাকা। আগে পেতেন সর্বোচ্চ ১০৯ টাকা ৫০ পয়সা। এর সঙ্গে প্রবাসীরা সরকারি খাতের আড়াই শতাংশ প্রণোদনাও পাবেন। রপ্তানিকারকরা আগে পেতেন সর্বোচ্চ ১০৯ টাকা ৫০ পয়সা। সকাল থেকে পাচ্ছেন সর্বোচ্চ ১১০ টাকা।

এ ছাড়া আমদানির বিপরীতে আগে ব্যাংকগুলো ডলার বিক্রি করত সর্বোচ্চ ১১০ টাকা করে। এখন বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১১০ টাকা ৫০ পয়সায়। এর সঙ্গে সমন্বয় রেখে সব খাতেই ডলারের দাম ৫০ পয়সা করে বাড়লো। গত ৩ সেপ্টেম্বর ডলারের দাম একদফা বাড়ানো হয়েছে। এ নিয়ে চলতি মাসে ডলারের দাম দুই দফায় দেড় টাকা বাড়লো।

এটিএম/

Exit mobile version