Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে তুমুল ঝড়-বৃষ্টি, প্লাবিত হওয়ার শঙ্কা

ঘূর্ণিঝড় ওফেলিয়ার প্রভাবে তীব্র ঝড়-বৃষ্টি শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে। প্লাবিত হওয়ার শঙ্কায় বিস্তীর্ণ অঞ্চল। খবর এপির।

রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে ওয়াশিংটনের দক্ষিণ ভাগ দিয়ে চলে যায় ঝড়টি। দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, কিছুটা দুর্বল হয়ে ঝড়টি এগিয়ে চলছে আটলান্টিক উপকূলের দিকে। তবে এর মধ্যে বজ্রপাতসহ ভারি বৃষ্টিপাত হবে ওয়াশিংটন থেকে নিউইয়র্কের বিশাল এলাকাজুড়ে।

একদিন আগে ক্রান্তীয় ঝড়ে রূপ নেয় ওফেলিয়া। তীব্রতা কমলেও ভারি বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর-পূর্বাঞ্চলে। এমন শঙ্কা দেশটির আবহাওয়া বিভাগের। চলতি সপ্তাহজুড়েই থাকবে ঝড়ের প্রভাব।

শনিবার নর্থ ক্যারোলাইনা উপকূলে প্রায় হারিকেনের শক্তি নিয়ে আঘাত হানে ওফেলিয়া। বাতাসের গতি ছিল ঘণ্টায় ১১৩ কিলোমিটার। রোববার নিউ জার্সিতে ঝড়ের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়ে হাজার হাজার মানুষ।

এটিএম/

Exit mobile version