Site icon Jamuna Television

বিশ্বকাপে কারা যাবেন সেটি জানেন ক্রিকেটাররা: শান্ত

ছবি: সংগৃহীত

১৭ কোটি মানুষের বিশ্বকাপে ১৫ প্রতিনিধি কে? বিশ্বকাপ খেলতে ঢাকা ছাড়ার একদিন আগেও উত্তর নেই সেই প্রশ্নের। নানা অজুহাতে দল ঘোষণা পেছাতে পেছাতে শেষ পর্যন্ত তা ঠেকেছে মঙ্গলবারে (২৬ সেপ্টেম্বর)। যদিও কারা থাকছেন তা প্রায় নিশ্চিত। তাসকিন, মোস্তাফিজসহ চার পেসারের জায়গা প্রায় নিশ্চিত। প্রশ্ন হচ্ছে পঞ্চম পেসার নাকি ব্যাকআপ ওপেনার কে যাবেন শেষ পর্যন্ত? ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য বলছেন- কারা যাচ্ছেন তা জানেন ক্রিকেটাররা।

মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা শেষ করে পরেরদিনই ভারতের ফ্লাইট ধরবে বাংলাদেশ দল। অথচ এখনও ঘোষণা হয়নি বিশ্বকাপের দল। কবে করা হবে দল ঘোষণা, কারা থাকছেন দলে এ নিয়ে গুঞ্জনের শেষ নেই। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে বিশ্বকাপের দলে কারা থাকছেন এ নিয়ে প্রশ্ন করা হলে বেশ কৌশলেই উত্তরটা দিয়েছেন শান্ত।

নাজমুল হোসেন শান্ত বলেন, অনিশ্চয়তা বললে ভুল হবে, ম্যাক্সিমাম প্লেয়ার হয়তো এ সম্পর্কে অবগত আছে। দুই একজন খেলোয়াড় এদিক ওদিক হতে পারে। অনেক খেলোয়াড়ই জানে কারা যাবে, তাদের রোল কি হবে। এটা প্লেয়ার হিসেবে আমাদের কাছে খুব একটা সমস্যা হয় না কারণ আমরা মোটামুটি জানি কারা যাবো, কারা খেলবো এবং কাদের কি রোল। তাই এটা নিয়ে খুব বেশি আসলে সমস্যা হয়নি।

শান্তর মত সাধারণের মধ্যেও দলটা কেমন হচ্ছে সেই ধারণা এখন পরিষ্কার। তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা থাকছেনই। সাথে তিন স্পিনার মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, নাসুম আহমেদ। থাকছেন চার পেসার তাসকিন, মোস্তাফিজ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

গত কয়েকমাসে আলোচিত মাহমুদউল্লাহ রিয়াদের থাকাও প্রায় নিশ্চিত। তবে প্রশ্ন হচ্ছে সবশেষ জায়গাটা নিয়ে। যেখানে প্রশ্ন পঞ্চম পেসার হিসেবে দলের সাথে কেউ যাবেন নাকি ব্যাকআপ ওপেনার। কেননা এখনো অস্তস্তি বোধ করা তামিম ইকবালের ব্যাকআপ হিসেবে চাইলে রাখা হতে পারে তানজিদ তামিমকে। পঞ্চম পেসার হিসেবে দৌড়ে থাকা তানজিম সাকিব অবশ্য ভুগছেন গ্রোয়েন ইনজুরিতে। সোমবারও তাকে দেখা গেছে ফিজিওর সাথে দৌড়াতে। তবে যেই যাক বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্নটা এখনও দেখেন নাজমুল শান্তরা।

এ প্রসঙ্গে নাজমুল হোসেন শান্ত বলেন, আমরা সবাই তো আগে যে স্বপ্ন দেখছিলাম, এখনো সেই স্বপ্নই দেখছি। আমরা ক্রিকেটাররা যারা আছি, আমরা চেয়েছিলাম ওয়ানডে সুপার লিগ যেন সেরা চারের মধ্যে শেষ করি। যেটা আমরা সেরা তিনে থেকে শেষ করেছি। তখন থেকেই আমরা কিন্তু স্বপ্ন দেখি যে, আমরা বিশ্বকাপে ভালো কিছু করব, যেটা কখনো করিনি। আমরা বিশ্বাস করি, আমাদের সেই সার্মথ্য আছে। এখনো আমাদের ওই একই স্বপ্নটাই আছে।

সেই স্বপ্নের সারথি কারা -নির্বাচকরা সেই উত্তরটা মিলিয়ে ফেলেছেন এরমধ্যে। শুধুমাত্র প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে দেশে আসার পর তার কাছে সেই উত্তর শিটটা মিলিয়ে নেয়া। তারপর মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের সময়ই ঘোষণা হতে পারে বাংলাদেশের বহুল প্রতিক্ষিত বিশ্বকাপ স্কোয়াড।

/আরআইএম

Exit mobile version