Site icon Jamuna Television

বোলিংয়ে পিটার হাস, ব্যাটিংয়ে সাকিব

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ক্রিকেট খেলছেন সাকিব আল হাসান। ছবি: ফেসবুক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা দেখা করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। এসময় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ক্রিকেট ও বেসবল খেলেছেন বাংলাদেশের ‘পোস্টারবয়’।

সোমবার (২৫ সেপ্টেম্বর) মার্কিন দূতাবাসে সাক্ষাৎ করেন তারা। এসময় সাকিবের সঙ্গে উপস্থিত ছিলেন সাকিবের স্ত্রী-সন্তানরাও।

সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন। শিশিরের পোস্ট করা একটা ছবিতে ক্রিকেট খেলতে দেখা যায় দুজনকে। সাকিব ব্যাটিং করছিলেন এবং মার্কিন রাষ্ট্রদূতকে বোলারের ভূমিকায় দেখা যায়।

পোস্টের ক্যাপশনে শিশির লেখেন, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা হওয়াটা চমৎকার ছিল! ক্রিকেট ও বেসবলে বিকেলটা দারুণ কাটে আমাদের। মার্কিন রাষ্ট্রদূত ও সাকিবের মধ্যকার চ্যালেঞ্জ উপভোগ করার মতো ছিল। আতিথেয়তার জন্য আপনাকে ধন্যবাদ!

সেখানে পিটার হাসের সঙ্গে সাকিব আল হাসান ও তার পরিবারের সদস্যদের হাস্যোজ্জ্বল সময় কাটাতে দেখা গেছে। তবে সপরিবারে সাকিব মার্কিন দূতাবাসে কেন গেছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।

/এএম

Exit mobile version