Site icon Jamuna Television

নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে: বাহাউদ্দীন নাছিম

সাতক্ষীরা করেসপন্ডেন্ট:

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের  ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে শহরের পিটিআই মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি বাহাউদ্দিন নাছিম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। কোনো পরাশক্তি তা প্রতিহত করতে পারবে না। কেউ প্রতিহত করার চেষ্টা করলে তার জবাব দেওয়া হবে। এজন্য নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমপি ডা. আ.ফ.ম রুহুল হক, এমপি মীর মোক্তাক আহমেদ রবি, এস এম জগলুল হায়দার এমপি। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি এ কে ফজলুল হক, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমানসহ আরও অনেকে।

/এমএইচ

Exit mobile version