Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

চুয়াডাঙ্গা করেসপন্ডেন্ট:

চুয়াডাঙ্গায় সাদিয়া খাতুন নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের সুমিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তাকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয় বলে জানা গেছে।

অভিযুক্ত আনোয়ার হোসেনের বাড়ি সুমিরদিয়া। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আনোয়ার ও সাদিয়ার মধ্যে দীর্ঘদিন ধরেই কলহ চলছিলো। প্রায়ই তাদের মধ্যে বাগবিতণ্ডা হতো। সোমবার সন্ধ্যার পর সাদিয়া তার মায়ের বাড়ি মেহেরপুরের পিরোজপুর থেকে স্বামীর বাড়ি আসেন। আসার পর থেকেই ঝগড়া শুরু হয় দু’জনের। ঝগড়ার এক পর্যায়ে আনোয়ার ক্ষিপ্ত হয়ে সাদিয়াকে শয়নকক্ষে রড দিয়ে পিটিয়ে হত্যা করে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমান বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। দাম্পত্য কলহ থেকেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

/এনকে

Exit mobile version