Site icon Jamuna Television

‘এভাবে আর চলতে পারে না’

দেশ স্বেচ্ছাচারিতার চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন বিকল্পধারার প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

বুধবার বিকেলে গুলশানের অল কমিউনিটি ক্লাবে ‘প্ল্যান বি’র এক অনুষ্ঠানে এমন কথা বলেন তিনি। এভাবে আর চলতে পারে না বলেও মত তার।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, স্বেচ্ছাচারের বিরুদ্ধে আরেক স্বেচ্ছাচার আসতে পারে না। এখনকার তরুণ প্রজন্ম সহিংসতার রাজনীতি পছন্দ করে না। মেধা আর শ্রম দিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে চায় এসব তরুণ। এমন তরুণরাই বিকল্পধারা বাংলাদেশের মাধ্যমে আগামী দিনের রাজনীতিতে ইতিবাচক ধারা তৈরি করবে বলে আশা প্রকাশ করেন বি চোধুরী।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version