Site icon Jamuna Television

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় পুলিশ সদস্য গ্রেফতার

ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট:

ঠাকুরগাঁওয়ে ধর্ষণের মামলায় এক পুলিশ সদস্য ও তার বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ সেপ্টেম্বর) তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ‍পুলিশ সদস্য আল আমিন পঞ্চগড়ের বোদা উপজেলার ডাবরডাঙ্গা এলাকার তৈবুর রহমানের ছেলে। তিনি ঠাকুরগাঁও পুলিশ লাইনে সংযুক্ত ছিলেন। তার বন্ধু রবিউল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের আবুল কাশিমের ছেলে। তিনি ঠাকুরগাঁও আড়াইশো শয্যা জেনারেল হাসপাতালে কর্মরত।

অন্যদিকে, ভুক্তভোগী পঞ্চগড়ের একটি কলেজে স্নাতক প্রথম বর্ষে অধ্যয়ন করছেন।

ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ কবির বলেন, ভুক্তভোগী কিশোরীর বাবা বাদি হয়ে দুইজনের নামে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

/এনকে

Exit mobile version