Site icon Jamuna Television

নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল, জানুয়ারির শুরুতে ভোট

নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ভোট হবে জানুয়ারির প্রথমে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) গাজীপুরে এমনটা জানিয়েছেন ইসি আনিছুর রহমান।

শ্রীপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, গত নির্বাচনের রাতে ব্যালট পেপার পাঠানোর কারণে নির্বাচন নিয়ে নানা কথা উঠেছিলো। তাই এবার দুর্গম এলাকা ছাড়া সব কেন্দ্রে ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠানো হবে। নির্বাচনে কোন দল আসবে বা না আসবে সেটি নির্বাচন কমিশনের দেখার বিষয় নয় বলেও মন্তব্য করেন ইসি আনিছুর রহমান।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩০ জানুয়রি একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। ফলে ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে আগামী সংসদ নির্বাচন শেষ করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে ইসির। এই বাস্তবতায় তফসিল ও নির্বাচনের সম্ভাব্য সময়ের কথা জানলেন ইসি আনিছুর রহমান।



Exit mobile version