Site icon Jamuna Television

আনসার আল ইসলামের ৬ সদস্য গ্রেফতার

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ঢাকা অঞ্চলের দাওয়াতী শাখার দায়িত্বপ্রাপ্ত মেজবাহ উদ্দিন চৌধুরী ওরফে আবু মাসরুরসহ ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও র‍্যাবের যৌথ অভিযানে ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, মেজবাহ উদ্দিন ঢাকায় দাওয়াতী শাখার দায়িত্বে ছিলেন। ডেনমার্কে থাকাকালে বিভিন্ন উগ্রবাদী সংগঠনের সাথে জড়িয়ে যান তিনি। সেখানেই সদস্য সংগ্রহের কাজ করতে থাকেন। ডেনমার্কের পর ঢাকায় এসে সদস্য সংগ্রহের কাজ চালিয়ে যান মেজবাহ উদ্দিন।

গ্রেফতারকৃতরা রাজধানীর ভাটারা এলাকায় প্রশিক্ষণ দেয়ার কাজ করতো বলে জানিয়েছে র‍্যাব।

/এমএন

Exit mobile version