Site icon Jamuna Television

বাংলাদেশের অর্থনৈতিক পূর্বাভাস নেতিবাচকে নামিয়েছে ফিচ রেটিংস

বাংলাদেশের অর্থনৈতিক পূর্বাভাসকে স্থিতিশীল থেকে নেতিবাচকে নামিয়ে এনেছে আন্তর্জাতিক ঋণমান সংস্থা ‘ফিচ রেটিংস’। তবে, বৈদেশিক মুদ্রায় দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধ সক্ষমতার রেটিং ‘বিবি মাইনাসে’ বহাল রেখেছে।

কারণ হিসেবে ফিচের প্রতিবেদনে রিজার্ভের পতন ও ডলার সংকটকে চিহ্নিত করা হয়েছে। তাতে বলা হয়, বাংলাদেশে নেয়া নীতিগত পদক্ষেপ এবং ঋণদাতাদের ক্রমাগত সহায়তাও রিজার্ভের পতন ও ডলার সংকট প্রশমন হয়নি। তবে বাংলাদেশের বিদেশি ঋণ প্রোফাইল নিয়ন্ত্রণযোগ্য অবস্থায় রয়েছে। প্রবৃদ্ধির সম্ভাবনাও অনুকূলে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্ব আহরণ ও মাথাপিছু আয় কম হওয়ার পাশাপাশি ব্যাংকিং সেক্টরের দুর্বলতা রয়েছে। এর আগে, ঋণমান কমিয়েছিল আন্তর্জাতিক প্রতিষ্ঠান মুডি’স ও এসঅ্যান্ডপি গ্লোবাল।

/এমএন

Exit mobile version