Site icon Jamuna Television

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের প্রাণহানি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৪৩ জনে। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ৩৫০ জন।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭৪ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৩৪৯ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫ জন রয়েছেন রাজধানী ঢাকার। আর রাজধানীর বাইরের রয়েছেন ১০ জন। এসময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ১২৩ জন রোগী। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ হাজার ৯৯ জন।

ডেঙ্গুতে সারাদেশে মৃত্যুর হার শূন্য দশমিক ৫ শতাংশ। ঢাকায় মৃত্যুর হার শূন্য দশমিক ৮ শতাংশ এবং ঢাকার বাইরে শূন্য দশমিক ৩ শতাংশ।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত এক লাখ ৯৩ হাজার ৮৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৮২ হাজার ৭৮২ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১০ হাজার ১৫৬ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি তিন হাজার ৫৮১ জন। অন্যরা ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

/এএম

Exit mobile version