Site icon Jamuna Television

চাঁদের বিরুদ্ধে মামলা ও রায়ের পেছনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রত্যক্ষভাবে জড়িত: মিনু

রাজশাহী ব্যুরো:

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার এবং একাধিক মামলা ও রায়ের পেছনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রত্যক্ষভাবে জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজশাহী নগরীর মালোপাড়ায় মহানগর বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। আবু সাইদ চাঁদের বিরুদ্ধে ‘ফরমায়েশি’ রায়ের অভিযোগে এ সংবাদ সম্মেলন করা হয়।

আবু সাঈদ চাঁদ রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে এ সময় অভিযোগ করেন মিজানুর রহমান মিনু। সংবাদ সম্মেলনে খালেদা জিয়া ও আবু সাইদ চাঁদসহ দলটির নেতাদের মুক্তির দাবি জানানো হয়।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দেয়ার অভিযোগে অভিযুক্ত আলোচিত আবু সাঈদ চাঁদকে অন্য একটি মামলায় তিন বছরের সাজা দেয়া হয়েছে। চাকরি দেয়ার নামে অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলা গত রোববার তাকে কারাদণ্ড দেন রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১।

/এমএন

Exit mobile version