Site icon Jamuna Television

সিরিজ বাঁচানোর ম্যাচে ৭ উইকেটে হারলো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

৩ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতলো নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে নেমে অভিষিক্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটের উপর ভর করে ১৭১ রানের পুঁজি পায় বাংলাদেশ। ১৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উইল ইয়াং-হেনরি নিকোলসের জোড়া ফিফটিতে ১৪ ওভার হাতে রেখে সহজ জয় পায় সফরকারীরা।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৭২ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু করে নিউজিল্যান্ড। শুরুতে বাংলাদেশি বোলাররা কোনো পার্থক্য গড়তে পারেননি। এক প্রান্তে ফিন অ্যালেন ঝড়ো শুরু করলেও অন্য প্রান্তে উইল ইয়ং খেলছেন ধীরগতির ইনিংস। দু’জনে মাত্র ৭ ওভারে যোগ করেন ৩৩ রান।

পাওয়ারপ্লে’র শেষ ওভারে বল হাতে আসেন শরিফুল ইসলাম। এসেই পরপর দুই বলে দুই উইকেট নেন এই পেসার। শরিফুলের শর্ট বলে পুল করতে চেয়েছিলেন অ্যালেন। ঠিকঠাক টাইমিং করতে পারেননি এই কিউই ওপেনার, ডিপ ফাইন লেগে ক্যাচ ধরেন নাসুম। ২৬ বলে ২৮ রান করে সাজঘরে ফেরেন অ্যালেন।

পরের বলেই ডিন ফক্সক্রফটকে বোল্ড করেন শরিফুল। মিডল স্ট্যাম্পে করা ফুল বল হালকা মুভ করে। লাইন মিস করেন ডিন। সরাসরি ভেঙে যায় উইকেট। অভিষেক ম্যাচে শূন্য রানে ফেরেন ডিন। এরপর ক্রিজে আসেন ইনফর্ম ব্যাটার হেনরি নিকোলস। এই বাঁহাতি ব্যাটারকে সঙ্গী করে ৮১ রানের জুটি গড়েন ইয়াং। সেই সাথে ওয়ানডে ক্যারিয়ারের ৫ম ফিফটি তুলে নেন এই কিউই ওপেনার।

সেঞ্চুরির পথে হাঁটতে থাকা ইয়াংকে থামান নাসুম। রাউন্ড দ্য উইকেট থেকে দারুণ এক ডেলিভারিতে ৭০ রান করা ইয়াংকে বোল্ড করেন বাঁহাতি এই স্পিনার। ইয়াং ফিরলে ভাঙে নিকোলসের সঙ্গে ৮১ রানের জুটি। ব্লান্ডেল ২৩ এবং নিকোলস ৫০ রান করে কিউইদের জয় নিশ্চিত করেন। বাংলাদেশের হয়ে দু’টি উইকেট নিয়েছেন শরিফুল।

এর আগে, টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করতে নেমে নিয়মত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে অ্যাডাম মিলনের বলে ৫ বলে ১ রান করে বোল্ড হয়েছেন অভিষিক্ত জাকির হাসান। তৃতীয় ওভারের প্রথম বলে আউট হয়েছেন অপর ওপেনার তানজিদ হাসান তামিম। ৫ বলে ৫ রান করে ট্রেন্ট বোল্টের বলে স্লিপে ফিন অ্যালেনকে ক্যাচ দিয়েছেন তিনি। তিনে নামা তাওহিদ হৃদয় দারুণ শুরু করেও মিলনের বলেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন ১৭ বলে ১৮ রান করে। বাংলাদেশ ৩৫ রানে হারায় প্রথম তিন উইকেট।

চাপে পড়ে মুশফিকুর রহিমকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন শান্ত। চতুর্থ উইকেটে দুজনে মিলে গড়েন ৫৯ বলে ৫৩ রানের জুটি। ২৫ বলে ১৮ করে মুশফিক থামার পর মাহমুদউল্লাহ বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। তিনি আউট হন ২৭ বলে ২১ করে। তার আগে ওয়ানডে ক্রিকেটে পাঁচ হাজার রান পূর্ণ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর শেখ মেহেদী ট্রেন্ট বোল্টের বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ১৪ বলে ১৩ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। তার আগে অধিনায়ক শান্ত দলের সর্বোচ্চ ৭৬ রান করে ম্যাকনকির বলে এলবিডব্লিউ হন। শেষ পর্যন্ত ১৭১ রানে অলআউট হয় টাইগাররা। কিউইদের পক্ষে অ্যাডাম মিলনে তুলে নেন ৪ উইকেট। ট্রেন্ট বোল্ট ও ম্যাকনকি শিকার করেন ২টি করে উইকেট।

/আরআইএম

Exit mobile version