Site icon Jamuna Television

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে বিদায় করে ফাইনালে ভারত

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে টানা সপ্তমবারের মতো সাফের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ৩-১ গোলে পাকিস্তানকে পরাস্ত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ মালদ্বীপ।

ম্যাচের ৮৫ মিনিটের সময় হাতাহাতিতে জড়িয়ে লালকার্ড দেখেন পাকিস্তানের মোহসিন আলী ও ভারতের লালিয়ানজুয়ালা। ম্যাচের একমাত্র উত্তেজনাকর দৃশ্যও এটি। এছাড়া, মাঠের খেলা হয়েছে একতরফা। যেখানে একচেটিয়া আধিপত্য দেখিয়ে ফাইনালের মঞ্চে ভারত।

কর্দমাক্ত মাঠের সুবিধা নিয়ে প্রথমার্ধে সমানে সমানে লড়াই করছিল পাকিস্তান। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে আশিখ কুরুনিয়ানের ক্রসে মানভীর সিংয়ের দারুণ ফিনিশিংয়ে লিড নেয় ভারত। ৭০ মিনিটে আবারও দৃশ্যপটে মানভীর সিং। দৃষ্টিনন্দন শটে ব্যবধান ২-০ করে সাফের ৭ বারের চ্যাম্পিয়নরা।

পাকিস্তানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ভারতের বদলি ফরোয়ার্ড সুমিত পাসি। প্রথম গোলের কারিগর কুরুনিয়ানের দারুণ এক ক্রসে লাফিয়ে উঠে হেড করলেন এই স্ট্রাইকার। ম্যাচের ৮৮ মিনিটে ভারতীয় রক্ষণের ভুলে ডি-বক্সের বাইরে বল পেয়েই জোরালো শট নেন বাশির। ভারতের গোলরক্ষককে হতভম্ব করে যেটি ঢুকে যায় জালে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version