Site icon Jamuna Television

পরিবেশ দূষণকারীদের নির্বাচনে মনোনয়ন না দিতে বাপার আহ্বান

যারা পরিবেশ দূষণ করছে, তাদের চিহ্নিত করে আগামী নির্বাচনে মনোনয়ন না দেয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বায়ু দূষণ রোধে করণীয় নিয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানায় সংগঠনটি।

এ সময় পরিবেশবিদ ইকবাল হাবিব বলেন, পরিবেশ দূষণের জন্য দায়ী কেউই এর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাবে না। পরিবেশ দূষণ রোধ সবার দাবি। সরকার এবং নির্বাচনে যারা প্রার্থী হবেন তারা বিষয়টিকে আমলে নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, স্যাংশনের কারণে পৃথিবী ধীরে ধীরে ছোট হয়ে আসছে। তাই সবাইকে এ দেশেই থাকতে হবে। এ কথা মাথায় রেখে আমাদের পরিবর্তনমুখী চিন্তাভাবনা করা প্রয়েজন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. এম শহীদুল ইসলাম বলেন, শুধু অর্থের দাপটে দূষণকারীরা বেঁচে যাচ্ছে। কিন্তু এভাবে বেশিদিন চলবে না।

/এমএন

Exit mobile version