Site icon Jamuna Television

খাগড়াছড়িতে পেট্রোল ঢেলে প্রাইভেটকারে আগুন

খাগড়াছড়ির রামগড়ে প্রাইভেটকারে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় গাড়ি থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয় দু’জন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে বনবিথী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের রামগড় শাখার সদস্য সচিব রায়হান ও মাটিরাঙ্গা পৌর শাখার আহ্বায়ক জালাল প্রাইভেটকারে করে ফেনী যাচ্ছিলেন। বনবিথী এলাকায় পৌঁছালে হামলা চালায় দুর্বৃত্তরা। গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। পরে পুলিশ ও স্থানীয় লোকজন গাড়িতে থাকা দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দু’জনই শঙ্কামুক্ত। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

যমুনা অনলাইন:এফএম

Exit mobile version